प्लेटलेट्स बढ़ाने की injection

গত ২৬ অগাস্ট সুসম্পন্ন হয়েছিল শুভ মহরৎ। নববর্ষের দিন প্রকাশ্যে এলো প্রথম গান 'হারিয়ে যাও যদি ভিড়ে'

Yash-Ena: প্রেমে- অভিমানে যশ -এনা! ভূস্বর্গ থেকে তিলোত্তমায় জমাট জুটির রসায়ন

গত ২৬ অগাস্ট সুসম্পন্ন হয়েছিল শুভ মহরৎ। নববর্ষের দিন প্রকাশ্যে এলো প্রথম গান 'হারিয়ে যাও যদি ভিড়ে' (Hariye Jao Jodi Bhire)। পরিচালনায় ও জেরেক এন্টারটেইনমেন্টসের ব্যানারে আসছে 'রম-কম' (Romantic Comedy)জঁনরের নতুন ছবি। 'চিনে বাদাম'-এ জুটিতে রয়েছেন ।পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন শিলাদিত্য নিজেই। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌভিক বসু। প্রকাশ্যে আসা গানের কথা ও সুর সৌম্য ঋতের (Soumya Rit)। গানটি গেয়েছেন অনুপম রায় (Anupam Roy) ও মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)।মিষ্টি এই প্রেমের গানে পর্দায় ফুটে উঠেছে যশ -এনার রসায়ন। গানে একাধারে যেমন রয়েছে প্রেম,প্রেমেঅভিমানেযশএনাভূস্বর্গথেকেতিলোত্তমায়জমাটজুটিররসায়ন সেরকমই অভিমান, বিরহ সবটাই ফুটে উঠেছে। সেই সঙ্গে রয়েছে কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় ও মনোরমপ্রাকৃতিক দৃশ্য। ভূস্বর্গ ও তিলোত্তমা, দু'জায়গায় হয়েছে গানের দৃশ্যের শ্যুটিং।The wait is finally over!The love song is out now: . একটি সোশ্যাল অ্যাপ বানানোকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে 'চিনে বাদাম'। ছবিতে ঋষভ চরিত্রে অভিনয় করছেন যশ। অন্যদিকে এনাকে দেখা যাবে তার গার্লফ্রেন্ড তৃষার ভূমিকায়। ঋষভ একজন প্রযুক্তিবিদ, যিনি 'চিনে বাদাম' নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেন। অ্যাপটির সাহায্যে নিঃসঙ্গ মানুষেরা বন্ধু খুঁজে পায়। তৃষা তাকে অ্যাপটি তৈরি করতে সাহায্য করে। কিন্তু এই প্রোজেক্ট করার মাঝখানে, তাদের ব্যক্তিগত সম্পর্কে ছেদ আসে।শেষমেশ নিজেদের তৈরি করা অ্যাপ থেকেই বন্ধু খুঁজে পেতে লগ ইন করে ঋষভ -তৃষা। এইভাবে এগোবে ছবির গল্প। সব ঠিক থাকলে আগামী ২৭ মে মুক্তি পাবে এনা -যশের 'চিনে বাদাম'।

访客,请您发表评论:

网站分类
热门文章
友情链接

© 2023. sitemap